
- নার্গিস আফরোজ
চোখ বন্ধ করে অনেকটাই মনের
ইচ্ছের বিরুদ্ধে ভালোবাসার ফসিলগুলো
উপড়ে ফেলেছি আজ।
কি অদ্ভুত! এতোটুকুও হাত কাঁপেনি,
অশ্রুসিক্ত হয়নি দু' নয়ন।
হৃদয়ের গহীনে জমে থাকা
অনুভবগুলো তোলপাড় করেনি এতোটুকুও....
তোমাকে হারানোর বেদনায়!
হারানো হিয়ায় রক্তক্ষরণ হয়নি বিন্দুমাত্রও
তোমার বিচ্ছেদ মনস্তাপে।
নির্দ্বিধায় সম্মুখপানে হেটেই চলেছি.......
পিছনে তাকাইনি আর!
”একদিন প্রজাপতির ডানায় করে
এনেছিলে হৃদয় উজাড় করা একরাশ
স্বপ্নীল ভালোবাসা।
ভালোবাসাগুলো জোনাক আলো জ্বেলে ঠাঁই নিয়েছিলো
আমার অন্তর গহন তলে!
জেঁকে বসেছিলো কি অপার মহিমায়..
লাল নীল সবুজ হলুদ আনন্দে!
কি দারুণ উচ্ছলতায় ভূমন্ডল ছাড়িয়ে
হারিয়ে যেতাম ভিনরূপী গ্রহে
যেখানে আমাদের স্পর্শগুলোর মুগ্ধতা
বাতাসে ভেসে বেড়াতো।
চাইলেই হাত দিয়ে ছোঁয়া যেতো
উপছে পড়া প্লাবিত মুগ্ধতা!!!
ভালোবাসার ডুব সাঁতারে গিয়েছি শত সহস্র ক্রোশ, মাইল।
নির্দ্বিধায় পাড়ি দিয়েছি শ্বাপদ সংকুল পথ,
নিঃস্বার্থ, দ্ব্যর্থহীন ভাবে।
হাত দু'টো ছাড়িনি কখনো
সমাজের রক্ত চক্ষুর ভয়ে।
সবকিছু উপেক্ষা করে শুধুই তোমার হতে চেয়েছি
আড়ালে আবডালে হৃদয়ের অবগাহনে।"
কিন্তু আজ আমি স্তব্ধ অবরুদ্ধ
কোমল হৃদয়ে প্রবহমান রক্তের ফসিল।
তারিখঃ ২২/০১/২০২৩ খ্রিঃ